জেএনইউ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ দিবস কর্মসূচি ডিএসও-এর

0
34

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দিল্লির জেএনইউতে ফি বৃদ্ধি বিরোধী আন্দোলনে এবিভিপি ও বিজেপির গুণ্ডাবাহিনীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর বর্বর পৈশাচিক আক্রমণের প্রতিবাদে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসেবে একটি মিছিল সংঘটিত হয়।

প্রতিবাদ মিছিল। নিজস্ব চিত্র

সোমবার মেদিনীপুর কলেজ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে এই মিছিল। মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য টুম্পা গোস্বামী, তাপস জানা , সুজিত জানা। মেদিনীপুর কলেজ গেটের সম্মুখে পথসভা সংঘটিত হয়। এ সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য উৎপল দাস অধিকারী। মেদিনীপুর শহরসহ খড়্গপুর, বেলদা, ঝাড়গ্রাম প্রভৃতি স্থানে নানাবিধ কর্মসূচি সংঘটিত হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ দিবসের কর্মসূচি গৃহীত হয়।

নিজস্ব চিত্র

নেতৃত্ব দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস জানা। সংগঠনের জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন, “বিজেপি ও তাদের ছাত্র সংগঠন কোনদিনই উন্নত চিন্তার চর্চা করেনি। তাই সময়ের সাথে সাথে ছাত্র সমাজের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমেছে। ফলে অন্ধতা, যুক্তিহীনতা ও বাহুবলকেই আশ্রয় করেছে শাসক দল ও তাদের ছাত্র সংগঠন। তারই ফলশ্রুতি কালকের ঘটনা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here