নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আজ মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন উপনির্বাচনে জয়ী ৪ বিধায়ক। আর এই দিনেই রাজ্য সরকারের বহু প্রতিক্ষিত প্রকল্প “দুয়ারে রেশন”- এর চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।
উল্লেখ্য, পুজোর আগেই রাজ্য সরকার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিল এই প্রকল্পের কাজ। আজ দুয়ারে রেশন প্রকল্পের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এই গাড়ির সাহায্যেই রেশন নিয়ে যাওয়া হবে পাড়ায় পাড়ায়। সেই গাড়ি থেকে পাড়ার মানুষজন নিজেদের রেশন নিতে পারবেন।
একইসঙ্গে তিনি বলেন, ‘১৫ নভেম্বর থেকে রাজ্যে ফের শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। যেসব ব্যক্তি এখনও বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, তারা ওই ক্যাম্পগুলি থেকে নাম নথিভুক্ত করতে পারবেন।’ এর পাশাপাশি দেউচা পাঁচামির পুনর্বাসন প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584