নন্দনে জায়গা মিলল না ‘দুধ পিঠের গাছ’-এর

0
236

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে উজ্জ্বল বসু পরিচালিত বাংলা ছবি ‘দুধ পিঠের গাছ’। চলতি বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও প্যান্ডেমিকের কারণে তা পিছিয়ে যায়। তবে, মুক্তির হাসি ফোটে ২১ অক্টোবর। কিন্তু সাম্প্রতিক খবর হল, নন্দনে দেখানো হবে না ছবিটি৷

Dudh Pither Gaach | newsfront.co

প্রসঙ্গত, ‘দুধ পিঠের গাছ’ ছবিটি নদীয়া জেলার আড়ংঘাটা গ্রামের ৯৩০ টি পরিবার ও দেশ-বিদেশের আরও ১৯৬ জন সিনে-প্রেমী মানুষের অর্থানুকুল্যে তৈরি হয়েছে।

Dudh Pither Gaach | newsfront.co

পরবর্তীতে ছবিটির মুক্তির জন্যও এগিয়ে আসে বীরভূম জেলার জয়দেবের শ্যামসখা আশ্রম। চলতি সপ্তাহে ‘নন্দন’-এ যে কয়েকটি ছবি দেখানো হচ্ছে, সেই তালিকায় স্থান পায়নি এই ছবিটি।

আরও পড়ুনঃ আসছে ‘কন্যাদান’, পিতার ভূমিকায় অরিন্দম গাঙ্গুলি

Dudh Pither Gaach | newsfront.co

পরিচালকের কথায়, “যে উদ্দেশ্য নিয়ে ‘নন্দন’-এর প্রতিষ্ঠা হয়, তাতে আমাদের ছবিটি নির্বাচিত হবে এই আশাই করেছিলাম। এ ছাড়াও গণ অর্থায়নে নির্মিত ছবিটির ১১২৬ জন প্রযোজকদের একসাথে বসিয়ে ছবির প্রিমিয়ার শো দেখানোর জন্যও ‘নন্দন’ই ছিল আদর্শ স্থান। আমাদের সেই আবেদনও নেহাতই বিফলে যায়। স্বাধীন চলচ্চিত্রকারদের কাছে তবে কি ‘নন্দন’ অধরাই হয়ে থাকবে?”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here