তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তালাবন্ধ পঞ্চায়েত অফিস

0
53

মনিরুল হক,কোচবিহারঃ
পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে মারার প্রতিবাদে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ করে দেয় গুড়িয়াহাটি ১ ও ২ নং ব্লকের সদস্য সদস্যারা।তালাবন্ধ গ্রাম পঞ্চায়েতে গিয়ে তালা খুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা খোকন মিয়া।তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গতকাল গুড়িয়াহাটি ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দলের একাংশ। আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ ওই তৃণমূল নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নির্দেশে তৃণমূলের কোচবিহার ১ নং ব্লকের ব্লক সভাপতি খোকন মিয়া ওই দুই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের তালা খুলে দেন।

তালা খুলছেন ব্লক সভাপতি। নিজস্ব চিত্র

এরপর দফতরের কর্মীরা ভিতরে ঢোকেন।
কোচবিহার ১ নং ব্লকের ব্লক সভাপতি খোকন মিয়া বলেন, “কোন একটি কারণে অঞ্চল অফিস তালা লাগিয়ে দেওয়া হয়েছিল।আমাদের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নির্দেশ দিয়েছে তালা খুলে দেওয়ার।তার কথামত আজ আমি এই দুই অঞ্চলের তালা খুলে দিয়ে অফিসের কর্মীদের ভিতরে ঢুকিয়ে দিয়ে কাজ কর্ম করতে বলি।”

আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ পদ নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ দন্দ্ব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here