মনিরুল হক, কোচবিহারঃ
জুট পার্ক তৈরির দাবীতে ডিওয়াইএফআইয়ের কোচবিহার জেলা সংগঠন।বৃহস্পতিবার তারা ব্যাপক জমায়েত করে কোচবিহার জেলা শাসকের কাছে ওই দাবীতে একটি স্মারকলিপি দেয়। তাঁদের অভিযোগ,বাম আমলে কোচবিহারের চকচকা শিল্প কেন্দ্রে জুট পার্ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়।কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেখানে জুট পার্ক হয় নি।ওই জুট পার্ক তৈরি হলে একদিকে যেমন এখানকার কৃষকরা তাঁদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পেতেন।তেমনি বহু বেকার যুবকের কর্ম সংস্থানের ব্যবস্থা হত।
ওই সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করে বলা হয়, ২০১১ সালের পর থেকে বেশীরভাগ ক্ষেত্রে নিয়োগ বন্ধ হয়ে রয়েছে।শিক্ষিত বেকার যুবকরা আজ দিশেহারা।লক্ষ লক্ষ শ্রমিক ভিন রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে।এই অবস্থায় জেলায় শিল্প স্থানের উপর জোড় দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ওই সংগঠনের নেতারা।
ডিওয়াইএফআইয়ের কোচবিহার জেলা সম্পাদক শম্ভু চৌধুরী বলেন, “এরপরেও যদি জুট পার্কের দাবি না মেটে তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”
আরও পড়ুন: খড়গপুর পৌরসভায় প্রকল্পের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584