করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জেলার প্রাক্তন প্রাথমিক সংসদের চেয়ারম্যানের

0
59

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

প্রয়াত হলেন বিশিষ্ঠ সিপিআইএম নেতা তথা প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি দুলাল চন্দ্র সরকার। দীর্ঘদিন শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুলাল বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। কয়েকবছর ধরেই কিডনী ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি।

man | newsfront.co
ফাইল চিত্র

সম্প্রতি কোভিড আক্রান্ত হয়ে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন দুলালবাবু। রবিবার দুলালবাবুর মৃত্যু হয়। দুলাল বাবুর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে। রবিবার প্রয়াত এই বিশিষ্ঠ নেতাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, এবিপিটিএ -র জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায় চৌধুরী সহ অন্যান্যরা।

dead | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শ্বাসকষ্ট বেড়ে যায় তার। কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো তাকে। শুক্রবার থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন তিনি। মেডিকেল কলেজ থেকে শনিবার দুপুরে পাঠানো হয় রায়গঞ্জে কোভিড হাসপাতালে।

আরও পড়ুনঃ বাগান বিক্রির প্রতিবাদে চা শ্রমিক বিক্ষোভ চোপড়ায়

এবিপিটিএ -এর উত্তর দিনাজপুর জেলার প্রথম জেলা সম্পাদক ছিলেন তিনি। জেলার শিক্ষক আন্দোলনের ১৭ বছর ধরে নেতৃত্ব দেওয়া লড়াকু সৈনিকের জীবনাবসানে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here