জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পায়ে হেঁটে জেলা পরিষদে গেলেন সহ-সভাধিপতি

0
52

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

পেট্রোলের দামের প্রতিবাদে অভিনব প্রতিবাদ জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূলের জেলার মুখপাত্র দুলাল দেবনাথের।

protest | newsfront.co
অভিনব প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র

শুক্রবার শহরের নিউটাউন পাড়া থেকে পেট্রোলের দামের প্রতিবাদ স্বরূপ পায়ে হেঁটেই জেলা পরিষদে গেলেন।নিজের গাড়ি ঠেলে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান দুলাল দেবনাথ৷

protest against petroleum price hike | newsfront.co
অভিনব প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র

পেট্রোলের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানানো হয়।যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষ মারার নীতি গ্রহণ করছেন এর বিরুদ্ধে সকল মানুষকে এক জোট হতে আওয়াজ তোলেন তৃণমূলের নেতারা।

আরও পড়ুনঃ আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ, বিক্ষোভ আলিপুরদুয়ারে

এদিন দুলাল দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন পেট্রোলের দামের৷ আমরাও পেট্রোল ডিজেলের দামের প্রতিবাদ স্বরূপ গাড়ি ঠেলে পায়ে হেঁটে জেলা পরিষদের গেলাম। যেভাবে দাম বাড়ছে তেলের আগামীতে মানুষ চলতে পারবে না।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক নেতা স্বপন সরকার, বিকাশ মালাকার, রাম চক্রবর্তী প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here