নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলুর বন্ড নিয়ে কালো বাজারির অভিযোগে বিক্ষোভ দেখালেন কৃষকরা। ঘটনাটি ঘটে শুক্রবার আলিপুরদুয়ারের উত্তর পারোকাটা রিদ্ধি সিদ্ধি হিমঘরে ।অভিযোগ , চাষীদের বন্ড না দিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী ও তৃণমূল নেতাদের বন্ড দিয়ে কালোবাজারি করা হচ্ছে ।
হিমঘর সংলগ্ন এলাকার বহু চাষী আলুর বন্ড পায়নি বলে অভিযোগ করেন কৃষকরা । চাষীদের অভিযোগ , অবৈধভাবে বন্ড বিলি হয়েছে আমরা পাইনি বন্ড ৷ আমরা চাষীরা আলু রাখতে না পারলে হিমঘরে তালা মেরে বিক্ষোভ দেখাব, অনশনে বসব । এই খবর পেয়ে ঘটনাস্থলে কৃষকদের সাথে কথা বলতে যান আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ৷
হিমঘরের ম্যানেজারের সাথে বৈঠক ও করেন তিনি কিন্তু বৈঠক করেও কোন সুরাহা হয়নি ৷ দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হলেও সমস্যার কোন সমাধান হয়নি ৷এই বিষয়ে সাংসদ জন বার্লা বলেন , এখানে দুর্নীতি হচ্ছে তৃণমূলের নেতাদের ১ হাজার বস্তা বন্ড দেওয়া হয়েছে , তিনি স্বীকার করে নিয়েছেন ৷
আরও পড়ুনঃ খবর সংগ্রহে গিয়ে পুলিশি হেনস্তা, পুলিশ সুপারকে স্মারকলিপি সাংবাদিকদের
কিন্তু সাধারণ চাষী পাচ্ছে না, আমরা চাষীদের পাশে আছি , ৭দিন সময় দিয়েছি আমি আবার আসব চাষীদের স্বার্থে আন্দোলনে বসব ।সাংবাদিকরা এই বিষয়ে হিমঘরের ম্যানেজারকে কৃষকদের বন্ড না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি কিছুই বলতে চাননি এবং সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান তিনি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584