বাংলাদেশে স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক প্রয়াত

0
93

নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ

হ্যান্ড স্যানিটাইজার আগুন লেগে পুড়ে যাওয়া চিকিৎসক ডাঃ রাজিব ভট্টাচার্য মৃত্যুবরণ করেছে। গত ২১ জুলাই তিনি এবং তার স্ত্রী ডাঃ অনূসূয়া ভট্টাচার্য দগ্ধ হন। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ২৮ জুলাই সকাল সাড়ে ৮টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।

Rajib Anusua | newsfront.co
রাজীব-অনুসূয়া। ফাইল চিত্র

ডা. রাজিব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন এবং তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। তারা রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

তাদের স্বজনরা জানিয়েছে, রাজিবের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ইস্টগ্রামে। একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে (৫) নিয়ে হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির ৩য় তলায় ভাড়া থাকেন। তার বাবার নাম লক্ষ্মণ ভট্টাচার্য। এক ভাই ও দুই বোনের মধ্যে রাজিব সবার ছোট। আর স্ত্রী অনূসূয়ার বাড়ি সিলেট।

আরও পড়ুনঃ স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ দম্পতি, স্বামী সংকটাপন্ন

হাসপাতালে ভর্তির পর ২২ জুলাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, রাজিবের শ্বাসনালীসহ শরীরের ৮৭ শতাংশ ও আর তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তার অবস্থা সঙ্কটাপন্ন ছিলো। স্ত্রীর অবস্থাও গুরুতর।

আরও পড়ুনঃ বাংলাদেশে বৃহৎ হামলার পরিকল্পনা আইএস-র, নিরাপত্তা জোরদারে কড়া বার্তা পুলিশের

হাসপাতালের ভর্তির দিন রাজিবের বন্ধু ডাঃ সুদীপ দে জানান, আমরা শুনেছি ২১ জুলাই দিনগত রাত ১টার দিকে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here