নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে বেলদা এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারই প্রস্তুতি চলছে বিজেপি দলের পক্ষ থেকে জোরকদমে।
তবে যোগী আদিত্যনাথের সভার আগে বেলদা জুড়ে বিভিন্ন পোস্টার পড়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ।এআইডিওয়াইও সংগঠনের পক্ষ থেকে প্রচুর পোস্টার সাঁটানো হয়েছে বেলদার বিভিন্ন এলাকায়। সেই পোস্টারে লেখা রয়েছে খুন, ধর্ষণ, নারী নির্যাতনের শীর্ষে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বেলদা থেকে দূর হঠো। উল্লেখ করা যায় যে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত কিশোরীকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছিল।
আরও পড়ুনঃ আমি আপনাদের বাড়ির ছেলে কোন অভিনেতা নয়ঃ সোহম
যে ঘটনার প্রতিবাদে সারা দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তারপরে এক নির্যাতিতার বাবাকে এক অভিযুক্ত ধর্ষণকারী গুলি করে খুন করে। গত ১৫ দিনে প্রায় ৩০টি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছে।
পশ্চিম মেদিনীপুর জেলার এআইডিওয়াইও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, রাজ্যে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার শীর্ষে রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলায় প্রচার করার নৈতিক ক্ষমতা নেই। তাই যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে তারা এই পোস্টার দিয়েছে। সেই সঙ্গে তারা যোগী আদিত্যনাথকে বিক্ষোভ দেখাবেন বলেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ।তাই বেলদা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও গোটা এলাকার দখল নিয়েছে। তাই রাজনৈতিক মহলের বেলদার দিকে নজর রয়েছে।তবে যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পোস্টার পড়েছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে সাধারণ মানুষ। নির্বাচন কমিশন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছে প্রশাসনকে ৷
আরও পড়ুনঃ ভগবানপুরে তৃণমূলের মিছিল থেকে বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
প্রতিটি দলের রাজনৈতিক নেতা এবং প্রার্থী ও প্রচারে আসা সেলিব্রিটিদের নিরাপত্তা যথাযথ ব্যবস্থা করতে হবে। যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে তাদের অবস্থা হবে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের মতো। তাই পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ঘুম ছুটেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা নিয়ে। তাই উত্তেজনায় টগবগ করছে পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলদা এলাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584