নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এক অন্য পুজোর নজির গড়ল ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সাথী হয় ‘লোহারুকা গ্রীন ওয়েসিস’ আবাসিকবৃন্দ।
‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’ সংস্থাটির উদ্যোগে ছোট ছোট কিছু অনাথ শিশু এক সাথে বড় হয়ে উঠছে সংস্থার হাউসে। আর এই ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’-এর এই মহৎ প্রচেষ্টার সঙ্গে যিনি নিজেকে প্রথম যুক্ত করেছেন তিনি এক স্বনামধন্য গয়না প্রস্তুতকারী সংস্থার পরিচালক রূপক সাহা। এগিয়ে এসেছেন সত্যেন্দ্রনাথ মিশ্র, সুরজিৎ কালা সহ বহু সহৃদয় ব্যক্তিত্বরা।
প্রতি বছর এই খুদে বন্ধুদের সঙ্গে দুর্গা পুজোর একটি দিন তাঁরা উপভোগ করেন অঞ্জলি, প্যাণ্ডেল হপিং এবং একসঙ্গে বসে মাধ্যাহ্নভোজনের মাধ্যমে। তবে এই বছরটা একটু আলাদা। করোনার কবল থেকে বাঁচাতে এইবার এগিয়ে এল ‘লোহারুকা গ্রীন ওয়েসিস’-এর আবাসিকবৃন্দ।
এই বছর ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’- এর ছোট্ট বন্ধুরা আমন্ত্রিত হয় ‘লোহারুকা গ্রীন ওয়েসিস’ আবাসিকবৃন্দর সঙ্গে পুজোর একটি দিন উপভোগ করার জন্য। আবাসিক প্রাঙ্গণের দুর্গা পূজায় যোগদানের আমন্ত্রণে খুব খুশি সেই সব শিশুরা। তারা আবাসিক প্রাঙ্গণের অন্য শিশুদের সঙ্গে অঞ্জলি, খেলাধুলা ও খাওয়াদাওয়ার মাধ্যমে আনন্দে ভাসল। এরকম পুজো ওদের জীবনে নিঃসন্দেহে আদরের।
আরও পড়ুনঃ উৎসবের মরসুমে দুঃস্থ মহিলাদের পাশে থাকতে স্বনামধন্য ব্র্যান্ডের নতুন রেঞ্জ
আবাসিকবৃন্দের তরফ থেকে সচিব ও সহ সচিব অভিজিৎ চক্রবর্তী ও রঞ্জিব ঘোষ জানালেন পরবর্তী ক্ষেত্রেও ‘লোহারুকা গ্রীন ওয়েসিস’ দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’ এর পাশে থাকবে।
শারদোৎসব মানেই মেলবন্ধন- আরও একবার সেই সত্যই প্রমাণ করে দিল ‘লোহারুকা গ্রীন ওয়েসিস’-এর আবাসিকবৃন্দ এবং ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584