বাধা পেরিয়ে অবশেষে দূর্গা কার্নিভাল বর্ধমানে

0
106

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বর্ধমান জেলাতেও কলকাতার ধাঁচে দুর্গা কার্নিভাল করার উদ্যোগ নিয়ে ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিস প্রশাসন।তবে তা কোন এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়।বিগত বছর মহরম ছিল, আইন শৃঙ্খলার অবনতি ও সাম্প্রদায়িক সদ ভাব নষ্ট হবে এই অজুহাতে কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়।এবছরও ঘটা করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে ঘোষণা করা হয় পূর্ব বর্ধমান শহরে দুর্গা কার্নিভেল করা হবে।

নিজস্ব চিত্র

শহরের সমস্ত পূজা কমিটির সভাপতি সম্পাদক ও পদাধিকারিকদের নিয়ে জেলা শাসক ও পুলিস সুপারের উপস্থিতি তে একটা একটা কমিটি গড়ে কোন রুট দিয়ে যাবে প্রাথমিক আলোচনায় তা ঠিক হলেও বাস্তবে দেখা গেল তার উল্টো চিত্র।গত বছরের মত এ বছরও শহরে দুর্গা কার্নিভেল করতে ব্যর্থ হল প্রশাসন।সেখানে গত বছরের মত এ বছরও প্রশাসন কে চোখে আঙ্গুল দিয়ে নিজ উদ্যোগে দুর্গাকার্নিভেল করে দেখালেন।পূর্ব বর্ধমান পৌরসভার কাউন্সিলার তথা চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস।ইচ্ছে থাকলে যে অসাধ্যকে সাধন করা যায় তা খোকন বাবু দেখিয়ে দিলে।এক দিকে যখন কলকাতার রেড রোডে দুর্গা কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক সেই সন্ধিক্ষণে পূর্ব বর্ধমান শহরের শেষ প্রান্তে একজন কাউন্সিলার করে দেখালেন তার এলাকায় দুর্গা কার্নিভাল।এ দিন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস জানিয়েছেন,”এ বছর এলাকার ১৮ টি সার্বজনীন দুর্গামূর্তি নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করে কাঞ্চন নগরের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে।তিনি আরও বলেন,২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের পূজা গুলিকে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয় একই সাথে উদয় পল্লীর পঞ্চায়েত এলাকারও কয়েকটি পূজো কে আমরা আমাদের কার্নিভালে যুক্তকরি।

নিজস্ব চিত্র

অংশগ্রহণকারী ১৮ টি পূজা কমিটির মধ্যে ৩ টি পূজা কমিটিকে পুরস্কৃতও করা হয়।প্রথম স্থান অধিকারী কে ৫০ হাজার, দ্বিতীয় কে ৩০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী কে ২০ হাজার টাকা পুরস্কৃত করা হয় ।”এদিনের কার্নিভালে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিধায়ক ড. রবিরঞ্জন চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু,জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব,বিধায়ক অলক মাঝি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান স্বরূপ দত্ত সহ আরো অনেক।এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোর আগেই বাঙালির মাথায় হাত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here