সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের মানকরের সরকার বাড়িতে প্রায় তিনশ বছর ধরে সপরিবারে মা দুর্গা পূজিতা হচ্ছেন।মায়ের এই মূর্তি কৈলাস মূর্তি নামে পরিচিতা।এই মূর্তির প্রধান বৈশিষ্ট্য হল,মহিষাসুর নেই। আছেন দেবী দুর্গা, শিব, তাঁদের সন্তান ও বাহনেরা অর্থাৎ ষাঁড়, ইদুঁর ও ময়ূর।উল্লেখ্য দেবীর কোন বাহন নেই।পরিবারের প্রবীনতমা সদস্যা রেণুকা সরকার জানান,এই বংশের আদি পুরুষ দুর্গাদাস সরকার একবার পক্সে আক্রান্ত হন তখন দেবীর নির্দেশে সুস্থ হন ও পূজা শুরু করেন।
মানকর অঞ্চল তন্ত্র প্রভাবিত এলাকা নামে পরিচিত হলেও সরকার বাড়ির এই পূজো পুরোপুরিভাবে বৈষ্ণব মতে হয়।দুর্গা পূজোয় দেবীকে অন্নভোগ নিবেদন করা হয় না।লুচি ভোগ দেওয়া হয় নানা ব্যঞ্জন দিয়ে তবে বিশেষ আকর্ষণ বাড়ির তৈরি সিঁড়ির নাড়ু।বেসন আর গুড় দিয়ে এই বিশেষ নাড়ু বানানো হয়। পরিবারের তারাপ্রসাদ সরকার সহ অন্যেরা জানান বংশ পরম্পরায় এই পুজোর সাথে যুক্ত আছেন বিভিন্ন পরিবার এবং অতীতের রীতি মেনে পূজা শেষে তাদের বেতন বা অর্থ দেওয়া হয় না দেওয়া হয় “সিধে”। স্থানীয় বাসিন্দা ভোলানাথ ব্যানার্জী জানান, এই অঞ্চলে অন্যান্য পুজোর থেকে এই পুজো স্বাতন্ত্র্য কারণ এখানকার মূর্তি ও প্রাচীনত্ব।
আরও পড়ুনঃ সম্প্রীতির মেলবন্ধনে মহিলাদের উদ্যোগে দুর্গাপুজো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584