সজিবুল ইসলাম, পুরুলিয়া:
এবার উমা বিদায়ের পালা। বিষাদের সুর সর্বত্র। আবার অপেক্ষা আগামী বছরের জন্য। ‘আসছে বছর আবার হবে’, এই ভাবনা মাথায় রেখেই ভারাক্রান্ত মনে প্রতিমা নিরঞ্জন চলছে সারা বাংলায়। তবে এখনো যায়নি করোনার চোখ রাঙানি, রাজ্যে জারি রয়েছে কোভিড বিধি নিষেধ, পাশাপাশি হাইকোর্ট নির্দিষ্ট নিষেধাজ্ঞা মেনেই দুর্গাপুজো সম্পন্ন করতে হয়েছে এবারও।
প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন বিধি নিষেধ। পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকাতেও প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে দেখা গেল একই ছবি। স্থানীয় পুজো কমিটিগুলোর বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন হল একাদশীতে।
যাবতীয় কোভিড বিধি মেনেই বিসর্জনের ব্যবস্থা করেছেন স্থানীয় পুজো কমিটিগুলির সদস্যরা। আদালত নির্দেশিত কোভিড বিধি মেনে যাতে নির্বিঘ্নে বিসর্জন পর্ব শেষ হয় এবং এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে কঠোর দৃষ্টি রেখেছেন বরাবাজার থানা আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584