প্রতিমার কাঠামোয় বিপন্ন হলং নদী, চিন্তায় পরিবেশ প্রেমীরা

0
84

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:

প্রতিমার কাঠামোতে দূষিত হচ্ছে জলদাপাড়া ন্যাাশনাল পার্কের হলং নদী। ফলত বিপন্নের পথে বন্যহপ্রাণ। দুর্গা পুজোর বিসর্জন হয়েছে অনেকদিন কিন্তু এখনও হলং নদী থেকে কাঠামো ওঠানোর কাজ শুরু হয়নি। ফলে দূষিত হচ্ছে নদীর জল।

durga idols are polluting in river | newsfront.co
নিজস্ব চিত্র

জলদাপাড়া ন্যাজশনাল পার্কের ভিতর দিয়ে বয়ে গিয়েছে হলং নদী। এই নদীর জল জলদাপাড়া ন্যাুশনাল পার্কের জীবজন্তুর জলের প্রধান উৎস। ডুয়ার্সের অন্যদতম বিসর্জন ঘাট মাদারিহাটের হলং নদীর ঘাট। প্রতিবছর এখানে প্রায় ৬০ এর বেশি প্রতিমা বিসর্জন করা হয়।

chairman | newsfront.co
অমল দত্ত, আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান। নিজস্ব চিত্র
river | newsfront.co
বিপন্ন হলং। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আবর্জনাময় পিকনিক স্পট, হুঁশ নেই দিঘা উন্নয়ন পর্ষদের

আশ্চর্যের বিষয়, বিসর্জনের পর কাঠামো ওঠানোর কাজ শুরু না হওয়ায়, সেই কাঠামো ভেসে চলে গেছে ন্যা শনাল পার্কের ভেতর। এই নিয়ে গভীর চিন্তিত পরিবেশ প্রেমীরা। আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত জানান যে, ‘প্রশাসনের গাফিলতি দরুন হলং নদীর জল দূষিত। এই দূষিত জলে বিপন্ন হতে পারে জলদাপাড়া ন্যানশনাল পার্কের জীবজন্তু।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here