বাঁকুড়া জেলায় অন্যতম বড় বাজেটের পুজো ফুলকুসমায়

0
306

বদরুল আলম, বাঁকুড়া:

রাঢ় বঙ্গের একেবারে প্রত্যন্ত প্রান্তের এক গ্রাম ফুলকুসমা । সেই ফুলকুসমা বাজার সার্বজনীন দূর্গাউৎসব কমিটির উদ্যোগে এবার সেখানকার
পুজো দ্বিতীয় বর্ষে পদার্পন করল । বিগত বছরের
জনজোয়ার ও ফুলকুসমা বাজার সার্বজনীন দূর্গাউৎসব কমিটির সদস্য কর্মীদের অদম্য উৎসাহ
উদ্দীপনা থেকেই জন্ম নেই এবছরের থিম পুজোর ভাবনা । থিমের নাম-শুন্যে তুলির টান ।
জঙ্গলমহলের অলিন্দে অনেক এমন শিল্পী রয়েছেন যাদের শৈল্পীক সত্ত্বা উপযুক্ত ক্যানভাসের অভাবে সনাতন সমাজের আলোক বৃত্তের বাইরে থেকে গেছে ।যদিও বর্তমানে সরকারি বা বেসরকারি উদ্দ্যোগে এইসব লোক সংস্কৃতির সাথে যুক্ত শিল্পীররা যত্সামান্য প্রতিভা ও সম্মান পাচ্ছেন , তবুও তাদের উদ্দেশ্যে ও ভাবনা
লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা । সেই উদ্দেশ্যেই বাঁকুড়া জেলায় প্রথম স্থান অধিকার করার লক্ষ নিয়েই আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যায়ে মন্ডপটি সজ্জিত করা হয়েছে ।
ফুলকুসমা বাজার সার্বজনীন দূর্গাউৎসব কমিটির সদস্য কর্মীদের কাছ থেকে জানা গেল , সরু তার ও শুখনো বট পাতার শিলাবিন্যাসে তৈরি বিশালাকার হংসরাজ , দেখা যাবে চলন্ত আলোক সজ্জার মৎসকুল । উপরের সামিয়ানা বিহীন একটি সুসজ্জিত পরিকাঠামো বৈশিষ্ট্য মন্ডপ । এই পুজোকে কেন্দ্র করে বাঁকুড়া জেলায় ব্যাপক সাড়া পড়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here