নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গা উৎসবকে ঘিরে যথেষ্ট আনন্দে আত্মহারা হয়ে থাকে সকল বাঙালি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আর এই আনন্দকে আরও মধুরও তম করতে মেলায় সম্ভার নিয়ে বসে রাজ্যের একাধিক মেলা ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধ করল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
তাদের মূলত বিভিন্ন উৎসবে মেলা করে চলে রুজি-রোজগার। তবে এই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে কার্যত বন্ধ সমস্ত মেলা পার্বণ,এর ফলে নিরাশ মেলা ব্যবসায়ীরা। তার ফলে আর্থিক সংকটের মধ্যে পড়েছে মেলা ব্যবসায়ীরা।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শান্তিনগর কলোনীর দুর্গোৎসবের মাঠে দেখা গেল এমনই চিত্র।মেলার সম্ভার নিয়ে দোকান পেতেও প্রশাসনের নির্দেশ অনুসারে অবশেষে উঠে যেতে হলো মেলা ব্যবসায়ীদের।তাদের বক্তব্য অবিলম্বে এই বিষয়ে সরকার কিছু ভাবুক অথবা যদি আর্থিক অনুদানের মধ্য দিয়ে এই সমস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ায় সরকার তাতে অনেকটাই স্বস্তি পাবে মেলা ব্যবসায়ীরা, এমনটাই জানালেন একজন মেলা ব্যবসায়ী।
আরও পড়ুনঃ লাইটের গেট ভেঙে বিপত্তি বহরমপুরে
করোনা পরিস্থিতির জন্য প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুজো করার অনুমতি দেওয়া হলেও কোথাও মেলা বা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি ।তাই চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনীর দুর্গা পুজোর প্রাঙ্গণে যেসব ব্যবসায়ী দোকান খুলে বসে ছিলেন সেই সমস্ত ব্যবসায়ীর দোকান তুলে দেওয়া হয়। পুলিশ ওই ব্যবসায়ীদের বলেন এ বছর মেলাও অনুষ্ঠান করা চলবে না ।
তাই প্রশাসনের নির্দেশে এবছর মেলা বন্ধ রাখা হয়েছে ।করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে । তবে দুর্গা প্রতিমা দর্শন করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়। তবে মেলা না হাওয়ায় একেবারে হতাশ হয়ে পড়েছেন মেলায় ব্যবসা করে সংসার চালানো ব্যবসায়ীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584