নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার শহর লাগোয়া পূর্ব ভোলার ডাবরি গ্রামে ভান্ডানী পুজা এবার ১১৪ বছরে পড়ল। গ্রামের বি এফ পি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পুজো হচ্ছে। পুজো উপলক্ষে বসছে মেলা।
স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস বাপের বাড়িতে আরও একদিন অন্যরুপে থাকার অনুমতি পেয়েছিলেন মা দুর্গা। তাই এই গ্রামে দুর্গার আরেক রূপ ভান্ডানী রূপে পুজিত হন মা দুর্গা। বাপের বাড়ি থেকে ফিরে যাওয়ার পথে গ্রামের মানুষেরা ক্রন্দনরত দুর্গার সাক্ষাত পেয়েছিলেন এই গ্রামের মানুষেরা।
মুলত রাজবংশি সম্প্রদায়ের গ্রামের মানুষেরা এই পুজোয় মেতে উঠেছে। পুজা কমিটির বিরেন্দ্রনাথ রায় বলেন, ” এই পুজো আমাদের পূর্বপুরুষরা এই পুজোর পত্তন করেন।
আরও পড়ুনঃ বিসর্জন ঘিরে মেলা মাদারিহাটে
এই পুজোর সময় গ্রামের সব মেয়েরা ও ছেলেরা যে যেখানেই থাকুন তারা বাড়িতে ফেরেন। বিসর্জনের পর এখানে বোধন হয় ভান্ডানী। পুজো উপলক্ষে ভোলার ডাবরির বি এফ পি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসেছে বিশাল মেলা”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584