নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা বেড়েছে সকল বাঙ্গালীর মধ্যে। যার শুক্রবার ছিল মহাষষ্ঠী ইতিমধ্যেই বড় বড় পুজো গুলির মন্ডপ সজ্জার কাজ সেরে ফেলেছেন শিল্পীরা।
অন্যদিকে বিভিন্ন পূজা মন্ডপ উদ্বোধনের পালা পড়ে গিয়েছে, সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার ডুকি অগ্রদূত সার্বজনীন দুর্গোৎসব এর এবছর পঞ্চম বর্ষে পা দিল এই পুজো কমিটি।
আরও পড়ুনঃ আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধন
এবছরের থিম তাদের বিদ্যাসাগর, যার শুক্রবার ছিল আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন, এই দিন এই পূজামণ্ডপ শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আকাশদীপ সিনহা সহ একাধিক বিশিষ্ট বর্গ।
এদিন এলাকার বিভিন্ন দুঃস্থ পরিবারেরকে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠান পালন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584