রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বহরমপুরের জোড়াপুকুর সার্বজনীন দুর্গাপূজা এই বছর প্রথম বর্ষ। এই আবাসনে এই মুহূর্তে ১০০ পরিবার বসবাস করছেন। পুজোর দিনগুলো নিজেদের মত আনন্দে অতিবাহিত করতে জোড়াপুকুর আবাসনের আবাসিকের একজোট হয়ে এই পুজোর আরম্ভ করলেন।
জেলায় মোট ১৫০৬টি পুজো কমিটি। তারমধ্যে ৭৩টি মহিলা পরিচালিত সেই মহিলা পরিচালিত পুজোর মধ্যে এবছর যোগ হলো জোড়াপুকুর সার্বজনীন দুর্গাপূজা।
এখানে মহিলারা যেভাবে গরদ পড়েছিলেন ঠিক একই ভাবে মাকে গরদ পরিহিত রুপে সাজিয়ে তুলেছেন এই পুজো কমিটির মহিলারা।
আরও পড়ুনঃ রাজস্থানি প্রাসাদের আদলে অপূর্ব মন্ডপসজ্জা বহরমপুর বাবুলবোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির
পাশাপাশি এই পুজোর উদ্বোধন এসেছিলেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার। তিনি পরিদর্শন করতে এসে জানালেন অন্যান্য পুজো কমিটি গুলোর মতই এই কমিটি ও সরকারি নির্দেশ মোতাবেক সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েছেন।
ভলেন্টিয়ার্স নিজে নিজে পূজা কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসনের মোতায়ন করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে এই আবাসিকের মহিলারা নিজেদের মধ্যে আনন্দটাকে ভাগ করে তুলতে আবাসনের ভেতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। যেখানে ছোটরা তো রয়েছে উদ্যোগী মহিলারাও গান নাচ আবৃত্তি পরিবেশন করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584