মনিরুল হক, কোচবিহারঃ

মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজার। আর সেই পূজাকে ঘিরে মানুষে মনে নেই কোন আনন্দ। কিন্তু বাঙালির প্রানপ্রিয় দুর্গাপুজো তো করতেই হবে। তাই করোনাই হোক বা কোন ঝড় ঝঞ্ঝাই হোক। তাই খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো কোচবিহার রাজবাড়ি হাউজিংয়ের শারদ উৎসব সূচনা। এবছর তাদের পুজো ৩০বছরে পা দিল। এদিন খুঁটিপুজো পাশাপাশি হাউজিংয়ের ঘরের কর্মরত গৃহপরিচারিকাদের হাতে মিষ্টি ও শাড়ি তুলে দেন হাউসিং কর্তৃপক্ষ।

এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস, কোচবিহার রাজবাড়ি হাউজিংয়ের সম্পাদক অপূর্ব নাগ সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ চিকিৎসকের উদ্যোগে বহরমপুরে আর্ট গ্যালারি
এদিন সেখানে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাসকে সম্মান জ্ঞাপন করেন তারা। ৫০ জন পরিচারিকা ও গৃহকর্ম কর্মীদের হাতে পুজোর উপহার শাড়ি তুলে দেওয়া হয়
কোচবিহার রাজবাড়ি হাউজিংয়ের সম্পাদক অপূর্ব নাগ জানান, প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করেছে হাউজিং। কিন্তু এই বছর আরম্ভর অনেকটাই কমে এসেছে।
করোনা মহামারির কারণে সামাজিক কাজের প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে। এবছর আমাদের পুজা ৩০ বছরে পদার্পণ করল। তাই আমরা আমাদের খুটি পুজার মাধ্যমে শারদের সুচনা করলাম। এবং এই দিন ৫০ জন পরিচারিকা ও গৃহ কর্মীদের হাতে পুজোর উপহার শাড়ি তুলে দেওয়া হয় বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584