সেচের জলের অপ্রতুলতায় ক্ষতিগ্রস্ত গলসি ১’র ধানচাষীরা

0
147

সুদীপ পাল,বর্ধমানঃ

সারা দেশে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। জেলা হিসেবে বর্ধমানে সব থেকে বেশি পরিমাণ ধান চাষ হয় তাই বর্ধমানকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। কিন্তু সেই বর্ধমান জেলার গলসি ১ ব্লকের মানকর পঞ্চায়েত এলাকায় লোহারপাড়ায় বহু চাষ যোগ্য জমি ঠিকমতো সেচের জল না পাওয়ায় সমস্যায়দীর্ণ চাষিরা। চাষিদের বক্তব্য, আমাদের প্রধান জীবিকা চাষবাস। নানা ধরনের ফসল উৎপাদন করি বছরভর। কিন্তু একমাত্র বর্ষা ছাড়া অন্য সময় চাষ করা খুব কঠিন হয়ে ওঠে সেচের জলের সমস্যায়।

জলের অভাবে শূন্য খটখটে কৃষিজমি।নিজস্ব চিত্র

ভূ-প্রকৃতিগত দিক থেকে দেখলে দেখা যায় বর্ধমান রাঢ় সমভূমি অঞ্চলের অন্তর্গত। প্রধান  তিনটি ভাগে ভাগ করা যায়। যথা, উত্তরের কাঁকসা – কেতুগ্রাম সমভূমি- যা অজয় নদের অববাহিকা অঞ্চলে অবস্থিত, মধ্যাংশের বর্ধমান সমভূমি অঞ্চল এবং দক্ষিণের খন্ডঘোষ সমভূমি অঞ্চল, যা দামোদর নদের অববাহিকা অঞ্চলে অবস্থিত। জেলায় বার্ষিক ধান উৎপাদনের পরিমাণ ১৮,৯৭,০৩০ টন। সারা বর্ধমান যখন কৃষিকাজে এগিয়ে চলেছে তখন কিছুটা হতাশ এই পরিবারগুলি। সমস্যার কথা গলসি ১ পঞ্চায়েত সমিতি বিদায়ী সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়কে জানানো হলে তিনি বলেন, ওই এলাকার মানুষদের সমস্যার বিষয়টি আমাদের নজরে আছে। সংশ্লিষ্ট দফতরের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here