সাঁইথিয়ার জয়তু সুভাষ গোষ্ঠী ক্লাবের ‘মহাভারত থেকে মহাভারত’ থিম ঘিরে বাড়ছে ভিড়

0
244

পিয়ালী দাস, বীরভূমঃ

প্রত্যেক বারের মতো এবারেও থিম পুজোর ঐতিহ্য মেনে দর্শকদের চমক দিয়েছে ৩২ বছরে পা দেওয়া সাঁইথিয়ার জয়তু সুভাষ গোষ্ঠী ক্লাবের পুজো।

নিজস্ব চিত্র

এবারের দূর্গ উৎসবে মন্ডপের সাজসজ্জার পাশাপাশি থিমের মধ্য দিয়ে “মহাভারত থেকে মহাভারত” শিল্পকলায় সাজিয়ে তোলা হয়েছে। মহাভারতের বিভিন্ন চরিত্র কে তুলে আনা হয়েছে মণ্ডপের চালচিত্রে।

ক্লাব সূত্রে জানা যাচ্ছে মহাভারতে দু’বার দেবী দুর্গার আরাধনা হয়েছিল। সদস্যদের দাবি বাল্মিকী রামায়ণী এবং তুলসী দাসের রাময়ণে কোথাও দুর্গাপুজোর কথা বলা নেই, কিন্তু পরবর্তীকালে কৃত্তিবাস ওঝার বাংলা রামায়ণের রাবণ বধের সময় রামচন্দ্রের দুর্গাপূজার কথা বলা হয়েছে।

নিজস্ব চিত্র

অন্যদিকে মহাভারতের দুটি মূল চরিত্র যুধিষ্ঠির এবং অর্জুন এর মুখে দুবার জপ শোনা যায়। প্রথমবার অজ্ঞাতবাসে’র আগে বিরাট নগরে প্রবেশের প্রাক্কালে, দ্বিতীয়বার কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার সময়।

আরও পড়ুনঃ শিশু শিল্পীর হাতে প্রাণ পেল দুর্গ্গা ঠাকুর

মন্ডপের প্রতিটি কোনায় লেগে রয়েছে মহাভারতের গল্প গাছের ছোঁয়া মহাভারতের বিভিন্ন বর্ণময় চরিত্র যেমন কর্ণ, অর্জুন, শ্রীকৃষ্ণ, পিতামহ বিশ্ব, দ্রৌপদী, অভিমুন্য, অশ্বথামা, গান্ধারী এই সকল চরিত্র মূর্তি আকারে গড়ে তুলে মন্ডপ কে আকর্ষণীয় করে তুলতে মণ্ডপের ভেতরে স্থান দেওয়া হয়েছে পাশাপাশি ঝাড়বাতির আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে অপরূপা মা দুর্গার মুখাবয়ব।

ডাকের সাজে মা দূর্গার অপরূপ সাজ আগত দর্শকদের চোখে শরৎকালের ভোরের স্নিগ্ধতায় চোখ জোড়াবে। চতুর্থীর বিকেলে পুজোর উদ্বোধন শেষ হবার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে জয়তু সুভাষ গোষ্ঠি ক্লাবের থিমের স্বাদ নিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here