তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার ২০২১ দুর্গা পূজা গাইড ম্যাপ -এর শুভ উদ্বোধন করলেন। তিনি জানান, পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে মুর্শিদাবাদ জেলা পুলিশ হাইকোর্টের নির্দেশ মত পুজো মণ্ডপগুলি খোলা রাখতে হবে এবং যে নির্দেশিকায় যা বলা হয়েছে সেগুলি পুজো মণ্ডপ গুলিকে পালন করে চলতে হবে।

গোটা মুর্শিদাবাদ জেলার কান্দি, বেলডাঙা, ডোমকল, জলঙ্গি, লালবাগ, বহরমপুর সব মিলিয়ে প্রায় আড়াই হাজার পুজো হয় তার মধ্যে প্রায় ১৯০০ টি পূজাকমিটি বড় ভাবে করে এবং বহরমপুর শহরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলিও এবং যেগুলি বন্ধ ছিল চালু করা হয়েছে। পুজোর সময় ক্রাইম রুখতে সাদা পোশাকে মোতায়েন থাকবে পুলিশ।
আরও পড়ুনঃ পুজোর রাতে চলন্ত সরকারি বাসের উপর থাকবে পুলিশের কড়া নজরদারি
এছাড়াও মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের বাইকে ও গাড়িতে পেট্রোলিং থাকবে যাতে কোথাও কোন গণ্ডগোল না হয়। নির্দিষ্ট সময়ের পর রাস্তাগুলিতে বাইক ও চারচাকা বন্ধ থাকবে বলে জানান তিনি। পুজোর শপিং করবে নির্দিষ্ট টাইমের মধ্যে করে নেওয়ার কথাও বলেন তিনি। সব মিলে সুস্থ ও শান্তিতে যাতে পূজো পরিচালনা হয় সেই দিকে নজর রাখবে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584