১৫৮ তম বর্ষে পদার্পণ করল রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরিবারের দুর্গাপূজা

0
68

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার জেমো কান্দির ঐতিহ্যবাহী রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরিবারের দুর্গাপুজো ১৫৮ তম বর্ষে পদার্পণ করল। জানা গিয়েছে, ব্রজসুন্দর ত্রিবেদী এই দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে ত্রিবেদী পরিবারের বংশধরেরা এই পুজো চালিয়ে আসছে। এখানে পারিবারিক রীতি-রেওয়াজ মেনে সাবেকিয়ানা বজায় রেখে একচালা মূর্তিতে দেবী দশভুজা পূজিতা হয়ে আসছেন যুগ যুগ ধরে।

Maa Durga
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরিবারের দুর্গাপূজা। নিজস্ব চিত্র

রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্গা দেবীকে এখানে শাক্ত মত নয়, বৈষ্ণব মতে পূজা করা হয়। ষষ্ঠীর দিন ষষ্ঠী কিত্তির মাধ্যমে দুর্গার বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয় এই মন্দিরে।

রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পরিবারের সদস্য। নিজস্ব চিত্র
রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পরিবারের সদস্য। নিজস্ব চিত্র

দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে একটি পাত্রে গোটা হলুদ খই এবং কড়ি রেখে ছেটানো হয় আর সেখান থেকে যে যত বেশি কড়ি সংগ্রহ করতে পারে সেই বছরের জন্য তার ভাগ্য ততটাই ভালো বলে মনে করে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পরিবারের সদস্যরা। সবমিলিয়ে ঐতিহ্যবাহী এই দুর্গাপূজায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকে আট থেকে আশি সকলেরই।

আরও পড়ুনঃ মাস্ক-ডবল ডোজ-দূরত্ববিধি ভুলে বুর্জ খলিফা দেখতে ব্যস্ত দর্শনার্থীরা! বিপদ এড়াতে পরামর্শ স্বাস্থ্য দফতরের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here