নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
পুজোর ঘণ্টা বেজেছে। আর তা আরও বেশি স্পষ্ট শ্রুতিগোচর হয় মহালয়ার পুণ্যলগ্নে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনে শুরু হয় দিন। এরপরই চোখ থাকে চ্যানেলে।
চলতি বছরে জি বাংলায় পার্বতী ও দুর্গার ভূমিকায় দিতিপ্রিয়া রায়, মহিষাসুরমর্দিনীর ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য, যোগমায়ার চরিত্রে দেবাদৃতা বসু, শাকম্বরীর চরিত্রে সম্প্রীতি পোদ্দার, ভীমার চরিত্রে সুদীপ্তা রায়, রক্তদন্তিকার চরিত্রে তিয়াসা রায়, শতাক্ষীর চরিত্রে ঊষসী রায়, ভ্রামরী বা মহামারী দেবীর চরিত্রে স্বস্তিকা দত্ত।
দ্যুতির চরিত্রে রেনেসাঁ দত্ত। শিবের চরিত্রে অভিষেক বসু, মহিষাসুরের চরিত্রে ধ্রুব সরকার। বিভিন্ন চরিত্রে রয়েছেন আরও অনেকে। সেটা থাক চমক হিসেবেই।
পৃথিবীর মানুষকে নানা ধরনের বিপদ থেকে রক্ষা করতে দেবী নানারূপে মহিমা দেখিয়েছেন। তাঁদের মহিমা নিয়েই এবারের মহালয়া অনুষ্ঠানের নাম ‘দুর্গা সপ্তশতী সম্ভবামি যুগে যুগে’।
আরও পড়ুনঃ আসছে ‘দুর্গা দুর্গতিনাশিনী’, মহিষাসুরমর্দিনীর চরিত্রে মিমি চক্রবর্তী
‘মার্কণ্ডেয় পুরাণ’ ও ‘শ্রী শ্রী চণ্ডী’ অবলম্বনে এবারের মহালয়া। দেখুন ১৭ সেপ্টেম্বর ভোর ৫ টায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584