নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
যাবেন নাকি সেন বাড়ির দুর্গাপুজোয়? নিজেদের ঘরের মধ্যেই সামাজিক নিয়ম মেনে পুজো করছে সেন পরিবার। আর এবার তো ঘরে এসেছে নতুন বউমা রাধিকা। রাধিকা মিত্র থেকে সে আজ রাধিকা সেন। কর্ণ সেনের ঘরণী। সে শাশুড়ি সোহাগী। দুই শাশুড়ির আদরিনী সে। বরসোহাগীও বটে।
তবে, সেই জায়গায় এই মুহূর্তে একটু হলেও দোদুল্যমান অবস্থা বিরাজ করছে। কারণ কর্ণ সেন জয়কে রাধিকার সাপোর্ট করার ব্যাপারে বেজায় চটেছে। অন্যায় নয়। রাধিকা কিছুতেই জয়ের অন্যায় চোখে দেখতে পায়নি। তাই সে জয়ের সঙ্গে বাবলির বিয়েটাও মেনে নেয় এবং কর্ণকেও মেনে নিতে বলে। কর্ণ জয়কে হাড়ে হাড়ে চেনে। তাই সে জয়ের গেম প্ল্যানটা জানত। আর তার কথা বিশ্বাস না করার কারণেই রাধিকার উপর চটেছে সে।
রাধিকা বিদায়ও করতে দ্বিধা বোধ করেনি সিদ্ধান্তে অবিচল, সৎ, সত্যনিষ্ঠ কর্ণ সেন। বাবলির চরম বিপদের পর রাধিকা মণির কথায় সব বিশ্বাস করে। তার ভুল ভাঙে। কিন্তু এখন আর কর্ণ তাকে সেভাবে পাত্তা দেয় না। সেন বাড়িতে ফিরে কর্ণর পাঠানো ডিভোর্স পেপার সে পুড়িয়ে ফেলে।
আর তাতে পায়েল ম্যাডামের মাথায় হাত। ও না, আজকাল আর পায়েল ম্যাডাম নয়, তাকে দিদিভাই বলে ডাকে রাধিকা সেন। এই সব নিয়েই জমে জমজমাট ‘কী করে বলব তোমায়’। তার উপরে আবার পারিবারিক দুর্গাপুজোয় মেতে উঠেছে সেন পরিবার।
সেখানেও আসছে দারুণ চমক। বাবলিকে পুজোয় সেন বাড়িতে ফিরিয়ে আনবেই- এটা চ্যালেঞ্জ রাধিকার। কিন্তু শেষ অবধি বাবলি কি ফিরবে সেন বাড়িতে? নাকি ফের বড় চ্যালেঞ্জের মুখে রাধিকা? লিড রোলেরা বরাবরই হাজারো চ্যালেঞ্জের মুখে পড়ে এবং উতরেও যায়। রাধিকাও তাই। আশা করা যায় বাবলির সেন বাড়িতে আসার ব্যাপারেও সে সফল হবে।
আরও পড়ুনঃ ‘স্বাদ অনুসার’ নিয়ে হাজির শিলাদিত্য মৌলিক
তবে, এই ধারাবাহিকে একটা ব্যাপার বেশ অন্যরকম ঠেকছে। বেশিরভাগ ধারাবাহিকেই উৎসব শেষ হওয়ার পর উৎসবকেন্দ্রিক টেলিকাস্ট পরে হয়। এই ধারাবাহিকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। পঞ্চমীর টেলিকাস্ট আগেই হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি
এরপর ২২ অক্টোবর থেকে শুরু হবে দিনের দিনের টেলিকাস্ট। প্রোমোতে রাধিকা এবং তৃষাকে নাচ করতে দেখা যাচ্ছে। বাবলিও ফিরছে সেন বাড়িতে। ওদিকে সেন বাড়িতে মা দুর্গার অস্ত্রদান করবে রাধিকা। এবার অপেক্ষা প্রোমোর সঙ্গে গল্পের মিল-অমিল দেখার।
সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় দেখতে ভুলবেন না ‘কী করে বলব তোমায়’। আর ২২ অক্টোবর থেকে ঘরে বসে পুজোর মজা লুটে নিতেও দেখতে ভুলবেন না এই ধারাবাহিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584