নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই পুজোতে চ্যানেলে চ্যানেলে গান, গল্প, আড্ডা, মজার বাহার। কিন্তু আহারের কথা ভুললে চলে? বাঙালি আহার ভুলে বাহারে মেতে উঠতে পারে না কখনও।
আর তাই জি বাংলার ‘রান্নাঘর’-এ পঞ্চমী থেকে দশমী নানা স্বাদের বাঙালি খাবারের রেসিপি সাজানো হয়েছে৷
পঞ্চমীতে বেগুনের চুনোপুটি আর তপসের তেল ঝাল।
ষষ্ঠীতে কুমড়ো ছানার ছক্কা আর ফুলকপির ডাবমালাই।
সপ্তমীতে পমফ্রেট কাসুন্দি আর মুরগির নবরত্ন।
অষ্টমীতে দই পাবদা আর মোচার বড়ার ডালনা।
দশমীতে তন্দুরি ইলিশ আর কালাকাঁদ এর পায়েস।
আরও পড়ুনঃ জলসা পুজো বাড়ি
তাই পুজোর কদিন চোখ রাখতে ভুলবেন না ‘রান্নাঘর’এ ঠিক বিকেল সাড়ে ৪ টেয়, জি বাংলায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584