অবশেষে ছন্দে ফিরল দুর্গাপুর বটলিং প্ল্যান্ট

0
46

সুদীপ পাল, বর্ধমানঃ

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, সাধারণ নিরাপত্তাকর্মীদের বদলে রক্ষীর দায়িত্ব দিতে হবে প্রাক্তন সেনা কর্মীদের। সেই নির্দেশিকা অনুসারে প্রাক্তন সেনাকর্মীদের থেকে অন্তত ৯০ শতাংশ নিয়োগ বাধ্যতামূলক। নির্দেশিকা বাস্তবে প্রয়োগ করার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে দুর্গাপুর বটলিং প্ল্যান্ট। দুর্গাপুর ইন্ডিয়ান অয়েলের গ্যাস বটলিং প্ল্যান্টে ১ জানুয়ারি থেকে ৩৪ জন পুরনো নিরাপত্তাকর্মী গেটের সামনে পরিবার নিয়ে শুরু করে বিক্ষোভ। তার কারণ নতুন নির্দেশিকা মানলে তাঁরা কর্মচ্যুত হবেন।

নিজস্ব চিত্র

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারবেন কিনা গ্রাহকদের তা নিয়ে সংশয় প্রকাশ করেন। অচলাবস্থা কাটাতে আসরে নামেন দুর্গাপুরের বিধায়ক তথা আইএনটিটিইউসি দায়িত্বে থাকা বিশ্বনাথ পাড়িয়াল। একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক হয় ৩৪ জনকে কারখানার অন্য বিভাগে বহাল করা হবে। বেতন একই থাকবে। বিশ্বনাথ বাবুরএই উদ্যোগে খুশির হাওয়া শ্রমিক মহলে। বিশ্বনাথবাবুর বক্তব্য, তাঁদের কোন আলাদা দাবি ছিল না। শুধু একটি দাবি ছিল কোনভাবেই কর্মচ্যুত করা যাবেনা দীর্ঘদিন কাজ করে আসা শ্রমিকদের। অবশেষে কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here