সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
লকডাউনে দুর্গাপুরের বেনাচিতি বাজারে পুলিশ প্রশাসনের নজরদারির পরেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রয়োজনীয় দ্রব্যের নায্য মূল্যের থেকে দাম বেশি নিচ্ছে বেশ কিছু বিক্রেতা। বেনাচিতি বাজারে এমন কালোবাজারি বেশ কিছুদিন ধরেই হচ্ছিল বলে অভিযোগ ক্রেতাদের।
তাই বুধবার ক্রেতাদের এই অভিযোগের সমাধান করতে বাজারেই অস্থায়ীভাবে এক শিবির খুলল ‘দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজ’। জানা যায়, বাজার নিয়ে কোন অভিযোগ থাকলে, তা সরাসরি এই শিবিরে এসে জানাতে পারবেন ক্রেতারা। তারপর সমিতির তরফ থেকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ বালুচিত্রে মুম্বইবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাল সোহেল
প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে রাতে বাজার বন্ধ হওয়া পর্যন্ত অস্থায়ী শিবির খোলা থাকবে বলে জানা গেছে। এ বিষয়ে সমিতির সভাপতি কবি দত্ত বলেন, ‘লকডাউন পরিস্থিতির সুযোগ যাতে কেউ না নিতে পারে, সেজন্য এই শিবির খোলা হয়েছে। এমনকি বাকি বাজারগুলিতে ধাপে ধাপে এমন শিবির খোলা হবে।’। তবে বণিক সংগঠনের এহেন উদ্যোগে খুশি ক্রেতাদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584