মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সারাবছর প্রচুর উৎসবে শামিল হই আমরা। তার মধ্যে উল্লেখযোগ্য হল চলচ্চিত্র উৎসব। এই উৎসব বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এই চলচ্চিত্রগুলির মাধ্যমেই তাঁরা তাঁদের জীবনশৈলী, সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক সমস্যা এবং আরও অনেক বিষয় তুলে ধরেন। যতদিন যাচ্ছে ভারতের সেরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের তালিকায় ভাল জায়গা করে নিচ্ছে দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল (ডিআইএসএফএফ)।
দুর্গাপুরের এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে শেষ চার বছরে বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখনও পর্যন্ত ৫০০-এরও বেশি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়েছে। এইবছর অর্থাৎ ২০২০ সালে পঞ্চম বর্ষে পদার্পণ করল এই ফেস্টিভ্যাল। এবছর ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫০ টিরও বেশি শর্ট ফিল্ম জমা পড়েছে। এর মধ্যে ভারতীয় সিনেমা রয়েছে ১২০ টি এবং বিদেশি সিনেমা রয়েছে ৪৭ টি।
পঞ্চম দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালটি শুরু হওয়া কথা ছিল চলতি বছরের এপ্রিল মাসে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আবার এই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা।
আরও পড়ুনঃ খোঁজ মিলল ‘মিসিং টু’র
প্রাথমিক স্ক্রিনিং, শংসাপত্রের পছন্দ ইত্যাদি ফেস্টিভ্যালের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলি গত জুনেই শুরু হয়ে গিয়েছে এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে অগাস্ট মাসের মধ্যেই ফেস্টিভ্যালের সমস্ত কাজ শেষ করা হবে বলেও জানা গিয়েছে।
প্যানেল সদস্যদের দ্বারা আভ্যন্তরীণ স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়েছিল ১৬ জুন এবং শেষ হয়েছে ১৫ অগাস্ট। কোন ছবিগুলি প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছে বা কোন ছবিগুলিকে বাতিল করা হয়েছে, এ সবই জানানো হয়েছে ১৫ অগাস্ট। জুরি সদস্যদের দ্বারা বাছাই করা শর্টফিল্মগুলির স্ক্রিনিং হবে ১৬ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৩ সেপ্টেম্বর, রবিবার সেরা শর্টফিল্মের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুনঃ ‘এবং আমি’ র প্রাপ্তি!
করোনা ভাইরাসের জেরে যেহেতু জমায়েতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, তাই ডিজিটাল প্ল্যাটফর্মেই হবে ‘দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল’। এই ফেস্টিভ্যালে বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক গৌতম ঘোষ এবং অশোক বিশ্বনাথন। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে বিখ্যাত ভারতীয় থিয়েটার শিল্পী চপল ভাদুড়িকে।
এই ফেস্টিভ্যালে সেরা ভারতীয় সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সম্পাদক, সেরা মিউজিক, সেরা গল্প এবং ভাবনা, সেরা শিশুশিল্পী, সেরা স্ক্রিন প্লে রাইটার, সেরা ফিল্ম ক্রিটিক্স বিভাগে পুরস্কার প্রদান করা হবে। পুরষ্কৃত করা হবে সেরা বিদেশি শর্টফিল্মকেও। তবে সবটাই হবে ভার্চুয়ালি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584