সুদীপ পাল, বর্ধমানঃ
দুর্গাপুর নগর নিগমের নির্দেশ দিল বিউটি পার্লার ও ম্যাসেজ পার্লার বন্ধ করতে হবে। সিটি সেন্টার চত্বরে পার্লার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সিটি সেন্টারের তিনটি বিউটি পার্লারে পুলিশ অভিযানে মধুচক্রের রমরমা প্রমাণ মিলতেই এই নির্দেশিকা জারি করেছে নিগম। তিনটি বিউটি পার্লার থেকে বহু মহিলা-সহ ১৮ জনকে আটক করার পর তাদের জেরা করে জানা যায় সিটিসেন্টার চত্বরে আরও বেশ কয়েকটি পার্লার রয়েছে যারা দেহ ব্যবসা করে।

আরও পড়ুনঃ আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা গোয়ালতোড়ে
দুর্গাপুর নগর নিগম থেকে পুলিশের ছাড়পত্র না থাকলে বিউটিপার্লারে ট্রেড লাইসেন্স মিলবে না বলে জানানো হয়েছিল একসময়। কিন্তু পরে সেই নিয়ম শিথিল হয়ে যায়। ফলে মধুচক্রের রমরমা ক্রমেই বাড়ছিল পার্লারগুলোতে।
দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি বলেন, কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে সিটি সেন্টার এলাকায় প্রতটি পার্লার বন্ধ করতে হবে। সেই চিঠি পুলিশকেও দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে ছাড়পত্র না পাওয়া অব্দি পার্লারগুলি বন্ধ থাকবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584