সুদীপ পাল, বর্ধমানঃ
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এডিডিএ-র বিরুদ্ধে দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষ অভিযোগ করল, পুরসভার সঙ্গে আলোচনা না করে কাজ হচ্ছে।
দুর্গাপুর শহরের মেয়র দিলীপ আগস্তি পুর ও নগর উন্নয়ন দপ্তরের এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। রাজ্য সরকারের তরফে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে দেওয়ার আর্জি জানিয়েছেন মেয়র। এডিডিএ-র সদর দপ্তর দুর্গাপুরে।
শহরবাসীর বক্তব্য, বাম আমলে এডিডিএ-র তরফে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে পরিস্থিতি ধীরেধীরে পাল্টে গেছে। দুর্গাপুরের তুলনায় আসানসোল মহমুকায় কাজ বেশি হচ্ছে বলে মত অনেকের।
আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল ম্যাচ ফিক্সিং গেম খেলছে, মত বাম-কং জোট প্রার্থীর
মেয়রের অভিযোগ, উন্নয়নমূলক কাজ দুর্গাপুরের তুলনায় কম হচ্ছে। উন্নয়নমূলক কাজ অধিকাংশই হচ্ছে আসানসোল মহকুমায়। কাজের ব্যাপারে দুর্গাপুর পুরসভার সঙ্গে তালমিলে অভাব রয়েছে বলেও অনেকের মত। মেয়রের অভিযোগ, দুর্গাপুরে এডিডিএ যে কাজগুলো করে তা পুরসভার সঙ্গে কোন আলোচনা না করেই।
একই রাস্তা সংস্কার পুরসভা করার কিছুদিন পরে আবার এডিডিএ ফের টেন্ডার ডেকেছে এমনটা ঘটেছে বলে দাবি অনেকের।
মেয়রের বক্তব্য পুরসভার সঙ্গে এডিডিএ আলোচনা করলে কাজ আরো ভালো হবে। পরিস্থিতি না পাল্টালে উন্নয়নের সুফল ভোগ থেকে বঞ্চিত হবেন শহরবাসী। দুর্গাপুরের উন্নয়ন যাতে আরও ভালোভাবে তার জন্য আর্জি জানিয়েছেন মেয়র।
এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তিগত উপলব্ধি থেকে কেউ কিছু বলতেই পারেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584