‘ভবিষ্যতের ভূত’ প্রদর্শনের দাবীতে মিছিল দুর্গাপুরে

0
63

সুদীপ পাল,বর্ধমানঃ

Durgapur Procession for future ghost movie promotion
নিজস্ব চিত্র

ভবিষ্যতের ভূত ছবির পরিচালক অনীক দত্তকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের শিল্পী সমন্বয়ের সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারের বিগ বাজার থেকে গান্ধী মোড় সংলগ্ন জাংশন মল পর্যন্ত মিছিল করলেন।উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলা ছবি ভবিষ্যতের ভূত রাজ্যের সিনেমাহল গুলিতে চালাতে আর কোন বাধা রইল না।

ফেব্রুয়ারি মাসে রিলিজের পর থেকেই কোন এক অজ্ঞাত কারণে রাজ্যের সিনেমাহল গুলির মালিকরা পরিচালক অনীক দত্তের বাংলা ছবি ভবিষ্যতের ভূত দেখানো বন্ধ রাখেন। কি কারনে ছবি প্রদর্শন বন্ধ করা হচ্ছে তার কোন সদুত্তর ছিল না। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এর প্রতিবাদে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবিরা পথে নামেন। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ শ্রীবাটিতে ভোটের প্রচারে প্রার্থী নিয়ে বামেদের মিছিল

আর তাতেই রায় দেওয়া হয়েছে সিনেমা হলগুলিতে ভবিষ্যতের ভূত চালাতে আর কোন বাধা থাকল না। ছবির পরিচালক অনীক দত্ত বলেন, মামলা লড়ে সুপ্রিম কোর্টে ভবিষ্যতের ভূত মুক্ত হয়েছে। এখন ছবি প্রদর্শনের কোন বাধা থাকল না। তবে যদি প্রদর্শন না করানো হয় তাহলে কোর্ট অবমাননা করা হবে। সেই দায় বর্তাবে সেই সিনেমা হলের উপর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here