সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট এল এবং চলে গেল। কিন্তু দেশের অন্যতম ‘দূষণ নগরী’ তকমা পাওয়া দুর্গাপুরের দূষণ যন্ত্রণা মিটবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছেন বাসিন্দারা।
শহরবাসীর অভিযোগ,ভোট আসে ভোট যায় কিন্তু বদলায় না দূষণ যন্ত্রণা।অভিযোগ ২০০১ সাল থেকে বেশ কয়েক বছর ধরে প্রতিটি নির্বাচনে দূষণ নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন প্রার্থীরা।কিন্তু তার কিছুই বাস্তবায়িত হয়নি। স্থানীয়রা বলছেন,নয়ের দশকের মাঝামাঝি বামফ্রন্ট সরকারের নতুন শিল্পনীতির হাত ধরে দুর্গাপুরে গড়ে উঠেছিল একের পর এক বেসরকারি কারখানা।অনেক কারখানাই দূষণ নিয়ন্ত্রণ বিধি মানেনি বলে অভিযোগ উঠেছিল।এও অভিযোগ উঠেছিল,তৎকালীন রাজ্য সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি, শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়িত করতে গিয়ে।
শহরবাসীর অভিযোগ,রাতে বেশি মুনাফার আশায় বেশ কিছু কারখানায় দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করে রাখা হচ্ছে। ফলত দূষণ ছড়িয়ে পড়ছে দুর্গাপুর জুড়ে।তাছাড়া কারখানার বর্জ্য জল নিকাশি নালার মাধ্যমে গিয়ে দামোদর নদের জল দূষিত করছে। সিপিএম প্রার্থী আভাস রায় চৌধুরী বলেন, কারখানার মালিকরা দূষণ ছড়াচ্ছে।আর সরকারি দপ্তরের লোকজন তোলা তুলতে ব্যস্ত।
আরও পড়ুনঃ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের দাবীতে শিলিগুড়িতে স্মারকলিপি
তৃণমূলের জেলা কার্যকারী সভাপতি উত্তম মুখোপাধ্যায় সিপিএমের অভিযোগ অস্বীকার করে বাম আমলের দিকে আঙ্গুল তুলে বলেন, কোন দিক খতিয়ে না দেখে কারখানা চালু হয়েছিল। এটা তারই কুফল।তবে লাগাতার পদক্ষেপ নেওয়া হচ্ছে দূষণ নিয়ন্ত্রণের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584