মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা গ্রাস করেছে গোটা বিশ্বকে। ভারতেও বেশ জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশের এরকম সংকটজনক পরিস্থিতিতে সীমিত করোনা ভাইরাসের টেস্ট কিট। বিদেশ থেকে আসে এই কিট।
তবে এবার আর বাইরে থেকে আসা করোনা ভাইরাসের কিটের জন্য অপেক্ষায় থাকতে হবে না। এ দেশেই মিলবে করোনা ভাইরাসের কিট। ভারতে প্রথম করোনা ভাইরাসের কিট তৈরি করে নজির গড়লেন পুনের ভাইরোলজিস্ট মিনাল দাখেভে ভোঁসলে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই দিনরাত পরিশ্রম করে করোনা ভাইরাসের টেস্ট কিট তৈরি করেন তিনি।
বিবিসির মতে, মহারাষ্ট্রের পুনের মাইল্যাব ডিসকভারির গবেষণা ও উন্নয়ন প্রধান হলেন ভোঁসলে। তিনি একজন ভাইরোলজিস্ট এবং ভাইরাস নিয়ে কাজ করেন। এই কঠিন সময়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিন-চার মাসের কাজ ৬ সপ্তাহে শেষ করে ভারতের প্রথম করোনা টেস্ট কিট তৈরি করে দেখালেন মিনাল ভোঁসলে।
অন্তঃসত্ত্বা অবস্থায় কিছু জটিলতা ছিল তাঁর। ১৮ মার্চ কন্যা সন্তানের জন্ম দেওয়ার ঠিক আগের দিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে করোনা ভাইরাসের কিটটি পরীক্ষার জন্য জমা দেন তিনি। এই টেস্ট কিট তৈরি হওয়ার পর করোনা ভাইরাসের উপস্থিতি জানতে অনেকটা সহজ হয়েছে।
কোভিড ১৯ পরীক্ষার জন্য যে টেস্ট কিট ব্যবহার করা হত তাতে ফলাফল পেতে অনেকটা সময় লেগে যেত৷ কিন্তু মিনালের তৈরি এই টেস্ট কিট থেকে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই করোনা আক্রান্ত কিনা তা বোঝা যাবে৷ দেশের জন্য মিনাল ভোঁসলের এহেন কাজকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত করেছেন আনন্দ মাহিন্দা, অভিনেত্রী সোনি রাজদান সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584