পেটের জ্বালায় শেষ ভরসা ডাস্টবিনের পচা খাবার

0
189

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

নোংরা আবর্জনার মধ্যে থেকে নষ্ট হয়ে যাওয়া খাবার খুঁজে খুঁজে খাচ্ছিলেন মানুষটি। তবে এমন দৃশ্য একবার দেখা গেলেও তা যেন আর কখনো না দেখা যায়। এই ছবি খোদ উত্তর দিনাজপুর জেলার সাবডিভিশন শহর ইসলামপুরের।

food crisis | newsfront.co
যখন ডাস্টবিনই ভরসা। নিজস্ব চিত্র

পেটের জ্বালা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অনেক জায়গা থেকে বিতাড়িত হয়ে শেষ ভরসা এই ডাস্টবিনের পচা খাবার। এই ডাস্টবিনের পচা খাবার খেলে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এই যন্ত্রণার ছবিতে রাস্তায় যেতে যেতে অনেক মানুষের চোখ আটকে গেছে।

আরও পড়ুনঃ পায়ে হেঁটে ৫০০ কিমি, তবুও ঘরে ঢোকা নিষেধ

ইসলামপুর উকিল পাড়ায় এই দৃশ্যের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ রীতিমতো থমকে দাঁড়িয়েছেন। অনেকে আবার মানুষটির হাতে টাকার নোট দিয়ে বলেছেন দোকান থেকে কিছু কিনে খেতে। কিন্তু ওই ভবঘুরে, কিছুটা মানসিক অবসাদগ্রস্থ। মানুষটি টাকা পেয়েও কোন ভাবলেস ছিলনা। শেষে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

শহরের সমাজকর্মীদের পক্ষে স্বরূপানন্দ বৈদ্য জানান, তারা প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়িতে খাবার রান্না করছেন এবং তা সরবরাহ করছেন। খবর পেলে তারা সেখানেও পৌঁছে দিয়ে আসতে পারতেন। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান জানান, এ ধরনের ভবঘুড়েদের জন্য একটি কমিউনিটি কিচেন খোলা হয়েছে ইসলামপুর ট্রাক টার্মিনাস সংলগ্ন এলাকায়। কেউ এ ধরনের খবর পেলে তা যেন দ্রুত জানানো হয় তা শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here