নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বর্ষার মরশুমে বৃষ্টির ঘাটতির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধান ও পাট চাষে। এই পরিস্থিতিতে জলের সমস্যা মেটাতে আজ থেকে জল ছাড়বে দামোদর ভ্যালি কর্পোরেশন। রাজ্য সরকারের সঙ্গে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটির বৈঠকে ডিভিসি-কে জল ছাড়ার অনুমতি দেয় কমিটি।
আরও পড়ুনঃ বেলডাঙ্গায় পথদুর্ঘটনায় মৃত তিন
আগামী সাতদিন ধরে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়া জেলায় জল ছাড়বে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত এই দুটি জলাধার থেকে জল ছাড়া হবে। জানা গিয়েছে জলের স্তর কম রয়েছে মাইথন জলাধারে তাই পাঞ্চেত জলাধার থেকে বেশি পরিমাণে জল ছাড়া হবে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহে ৭০ হাজার একর ফুট জল ছাড়া হবে বলে জানা গিয়েছে ডিভিসি সূত্রে। জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম বৃষ্টির ফলে পম্পের সাহায্যে জমিতে সেচের ব্যবস্থা করতে হচ্ছে। তবে তার খরচ অধিকাংশ চাষীর সাধ্যের বাইরে। শুধুমাত্র পশ্চিম বর্ধমানেই প্রায় ৪৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। তবে এ বছর বৃষ্টির অভাবে এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে জমিতে জলের পরিমাণ বাড়লে ধান চাষে সুবিধা হবে বলে মনে করছেন কৃষি আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584