পূর্ব বর্ধমান জেলায় ৭৮ হাজার একর জমিতে বোরো চাষের জল দেবে ডিভিসি

0
136

শ্যামল রায়, পূর্ব বর্ধমানঃ

farmer | newsfront.co
ফাইল চিত্র

বোরো চাষে পূর্ব বর্ধমান জেলায় এবার চাষীদের জন্য জল দেবে সেচ দফতর।

শনিবার জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে যে গত বছর ডিভিসি’র জলে ৯৯হাজার একর জমিতে বোরো চাষ হয়েছিল। এবছর পূর্ব বর্ধমান জেলায় চাষীদের বোরো চাষের জন্য ৭৮ একর জমিতে জল দেয়া হবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সেচ বিষয়ক কর্মকর্তা মহম্মদ ইসমাইল জানিয়েছেন যে নিয়ম অনুযায়ী গত বছর যারা জল পেয়েছিলেন এবার অন্যরা জল পাবেন।

আরও পড়ুনঃ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অমিত শাহের

জল দেয়া হবে ইডেন খাল এর এক নম্বর ব্র্যান্ড এবং দুই নম্বর দিয়ে। নিউ গাংগুয়া বাগিলা পর্যন্ত ৫৮চেইন জল দেয়া হবে। কানায় ২৮৫ চেন জল দেওয়া হবে এবং কানা নদীতে ৬০চেন জল দেয়া হবে। এছাড়াও জামালপুরের কিছুটা অংশ জুড়ে চাষীদের মধ্যে জল দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সেচ দফতরের দেওয়া জলের কথা জানতে পেরে চাষীদের মধ্যে খুশির হাওয়া বইছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here