দেখা হল দুজনার

0
170

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ১৫ দিন পর মা-ছেলের সাক্ষাত। করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা গোগোল অর্থাৎ দ্বৈপায়ন দাস। স্ত্রী অভিনেত্রী পায়েলের রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। তবু তিনি আইসোলেটেড হন গোগোলের সঙ্গে। যেহেতু একসঙ্গে থাকা হয়েছে গোগোলের করোনা পজিটিভ হওয়ার দিন অবধি।

actress | newsfront.co

দুজনেই ছেলে মেরাখের কাছ থেকে এক্কেবারে সরে যান। চলে যান পায়েলের বাবার বাড়িতে। সেই কদিন দাদু-ঠাকুমার কাছেই থেকেছে মেরাখ।প্রথম প্রথম মায়ের সঙ্গে সে ভিডিও কলে কথা বলে মজা পেত। পরে আর তাতে তার মন ভরেনি। গোগোল এখন সুস্থ। পায়েলও সুস্থই আছেন। রবিবার পায়েল ফিরেছেন ছেলের কাছে।

gogol | newsfront.co
বাবা গোগোলের সঙ্গে ছোট্ট মেরাখ

গোগোল ফিরবেন সোমবার। মা-ছেলের প্রথম সাক্ষাত পায়েল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।পায়েল লিখেছেন- “দীর্ঘ ১৫দিন পরে সন্তানের সঙ্গে দেখা হওয়াকেই আনন্দ বলে। হ্যাঁ, আমাদের আইসোলেশন পর্ব শেষ হয়েছে।

আরও পড়ুনঃ ফের বন্ধ শুটিং, অনিশ্চয়তার মুখে টলিপাড়া

আমার পরিবার, বন্ধু, প্রতিবেশী, বৃহত্তর পরিবারের সকলের ভালবাসা, সমর্থনের জন্য যত ধন্যবাদই জানাব, কম হবে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলে ভাল থাকুন। আমাদের তরফে ভালবাসা…।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here