নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ
বীরভূমের মহম্মদবাজার ব্লকের দ্বারকা নদীর ওপর সেতুতে ভয়াবহ ধস। সেতুটি মাঝখান থেকে দুভাগে ভাগ হয়ে গিয়েছে এমনকি সেতুর অর্ধেক অংশ হেলে পড়েছে নদীর দিকে। মহম্মদবাজার থেকে সাঁইথিয়া বা রামপুরহাট যাওয়ার অন্যতম বড় রাস্তা এই সেতু।
ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। তার ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই এলাকা। সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেওয়ার ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয় মানুষরা। ২০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের বিচারক মৃত্যু তদন্তে এবার সিবিআই, গঠিত হল ২০ সদস্যের বিশেষ দলও
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেতুতে বড় ফাটল দেখা যায় সপ্তাহ তিনেক আগেই। এরপর বৃষ্টিতে ক্রমশ বাড়তে থাকে দ্বারকা নদীর জলস্তর। শেষে বুধবার ধসে যায় সেতুর একাংশ। বীরভূমের জেলা শাসক আশ্বাস দিয়েছেন দ্রুত মেরামত করা হবে সেতুটি। স্থানীয় মানুষেরা বলছেন যতক্ষণ না সেতু মেরামত হচ্ছে ততদিন পর্যন্ত চরম ভোগান্তিতে পড়লেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584