আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়ে দিল ক্যারিবিয়ান অলরাউন্ডার, DJ বয় খ্যাত ব্রাভো

0
60

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ক্রিকেট যার কাছে বিনোদন, ক্রিকেট মাঠে বিভিন্ন ইন্টারটেইনমেন্ট করে মাতিয়ে রাখতেন অসংখ্য ক্রিকেট ভক্ত কে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরে কখনও গান গেয়ে বা কখনও হাস্যকর ভিডিও করে বরাবরই আলোচনার মধ্যে রাখতে ভালোবাসেন নিজেকে। এক বছর আগেও ভাবা যায়নি, এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ডোয়াইন ব্রাভোকে। বয়স মধ্য ত্রিশ পেরিয়েছে বহু আগে, চোট সমস্যা তো ছিলই। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে ফর্মে ফিরেছেন, জায়গা করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে। কিন্তু স্বপ্নযাত্রা যে ট্রফি জয় দিয়ে শেষ হচ্ছে না, সেটা নিশ্চিত হয়ে গেছে কাল। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার পথ বন্ধ হয়ে গেছে।

darren sammy and dawyne bravo
ড্যারেন স্যামি ও ব্র্যাভো, ছবিঃ টুইটার

‌এরপরই এল ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডোয়াইন ব্রাভো। আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন ৬ নভেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। নানা চড়া-উৎরাই কেরিয়ারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর কাটিয়েছেন অবলীলাক্রমে। সময় এসেছে নিজেকে সরিয়ে নেওয়ার, তাই সঠিক সময়ে নিজেকে সরিয়ে নিলেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দীর্ঘ ১৮ বছরের যাত্রায় প্রথম অভিষেক হয়েছিল ওয়ানডে ফরম্যাটে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। শেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে টীম ইন্ডিয়ার বিপক্ষে। একই সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলেন ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অভিষেক হয় ২০০৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং শেষ ম্যাচ খেলবেন আগামী ৬ ই নভেম্বর অজিদের বিপক্ষে। তবে অন্যান্য ফরম্যাটে নিজেকে সেভাবে মানিয়ে নিতে না পারলেও ক্রিকেট এর সবচেয়ে ছোট ফরম্যাটে নিজেকে মেলে ধরছেন দারুণ ভাবে। নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। মাতিয়েছেন বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগে।

আরও পড়ুনঃ ঘরের মাঠে আটলান্টিকো হারিয়ে দিল লিভারপুল

শ্রীলঙ্কার কাছে কাল ২০ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে চার ম্যাচে শুধু বাংলাদেশের বিপক্ষে জিতেছে উইন্ডিজ দল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, তাদের আর সেমিফাইনালে যাওয়ায় হচ্ছে না।

গতবারের চ্যাম্পিয়নদের তাই সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হচ্ছে। ডোয়াইন ব্রাভো তাই ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ শেষ হলেই আর থাকবেন না, ‘আমার ধারণা, সময় এসে গেছে। খুব ভালো ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর খেলেছি। কিছু ভালো সময় কেটেছে, কিছু মন্দ সময়ও গেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে এই অঞ্চল ও ক্যারিবিয়ান মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

batting statistics of bravo
ব্র্যাভোর ব্যাটিং পরিসংখ্যান, ছবিঃ সংগৃহীত

এর আগেও অবসর নিয়েছিলেন ব্রাভো। কিন্তু ২০১৯ সালে অবসর থেকে ফিরে এসেছিলেন বিশ্বকাপ ধরে রাখার আশায়। ৯০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ব্রাভো সে কাজটা করতে পারেননি। তবে এ নিয়ে কোনো দুঃখ নেই, ‘তিনটি আইসিসির ট্রফি জিতেছি, দুটি বাঁয়ে দাঁড়ানো আমার অধিনায়কের (সঞ্চালনার দায়িত্বে থাকা ড্যারেন স্যামি) সঙ্গে।

bowling statistics of bravo
ব্র্যাভোর বোলিং পরিসংখ্যান, ছবিঃ সংগৃহীত

 

একটা জিনিস নিয়ে আমি গর্বিত। তা হলো, বিশ্বমঞ্চে আমরা শুধু নামই করিনি, এই যুগে শিরোপাও জিতেছি।’তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার ৪১৩ রান ও ৩৬৩ উইকেট পাওয়া ব্রাভো তাই মাথা উঁচু রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছেন, ‘আমি চেয়েছি যতটা অভিজ্ঞতা ও তথ্য দেওয়া সম্ভব, তরুণদের সেটা দেওয়া। সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এদের সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের এমন ফল আশা করিনি আমরা। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এই ফল চাইনি। আমাদের তবু মন খারাপ করার কিছু নেই, এটা কঠিন একটা টুর্নামেন্ট। আমাদের মাথা উঁচু রাখা উচিত।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here