নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা ধারাবাহিকের ইতিহাসে সুশান্ত দাস এক নয়া ট্রেন্ড এনেছেন তা বলাই বাহুল্য। শুধুই ফ্যামিলি ড্রামা নয়। কখনও কোনও মেয়ের ফুটবলার হওয়া আবার কখনও ব্যাডমিন্টন প্লেয়ার আবার কখনও কারো পাইলট হওয়ার জার্নি বারবার উঠে আসে তাঁর হাত ধরেই৷
তেমনই এক জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’ আসে তাঁর হাত ধরেই৷ এক তরুণীর থুড়ি গৃহবধূর ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে ওঠার কাহিনি বর্ণিত হয় এই ধারাবাহিকে। এবার সেই ধারাবাহিকটিই হিন্দিতে আসতে চলেছে বলে সূত্রের খবর। সেদিক থেকে দেখতে গেলে এটি সুশান্ত দসের প্রথম হিন্দি ধারাবাহিক হতে চলেছে।
ধারাবাহিকের চরিত্রাভিনেতাদের বেছে নেওয়া হবে কলকাতা এবং মুম্বই থেকে। শুরু হয়েছে বাছাই পর্ব।
জানা গিয়েছে এই ধারাবাহিকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন পল্লবী চ্যাটার্জি এবং ভরত কল।
পল্লবী চ্যাটার্জি এই ধারাবাহিকে কাজ করলে এটি হবে তাঁর পনেরো বছর পর টেলি কামব্যাক। ওদিকে ভরত কল চুটিয়ে অভিনয় করছেন বিভিন্ন বাংলা ধারাবাহিকে।
আরও পড়ুনঃ শহরের বুকে আসছে ‘স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’
কবে থেকে কোন চ্যানেলে ধারাবাহিকটি আসতে পারে তা জানা যায়নি এখনও। বাংলায় ‘দীপ জ্বেলে যাই’-এ মুখ্য দুই চরিত্রে ছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং নবনীতা দাস। এবার সেই জায়গায় কারা থাকবেন তা জানা যাবে শীঘ্রই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584