বাংলার রাইটার্স ফোরামের দ্বিজেন্দ্রলাল স্মরণ কৃষ্ণনগরে

0
205

শ্যামল রায়,কৃষ্ণনগরঃ

বাংলার রাইটার্স ফোরামের উদ্যোগে কৃষ্ণনগর রেল স্টেশন ঐশ্বর্য সেমিনার হলে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে কবি প্রণাম ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো। কবি সম্মেলনের উদ্বোধন করেন ফোরামের রাজ্য সহসভানেত্রী চন্দনা মন্ডল। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মিহির মিত্র দীপান্বিতা হক হকবুদ্দিন ষষ্ঠী ঘোষ রিতেশ ঘোষ শুভেন্দু পালিত বিকাশ বিশ্বাস।
কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে বাংলার রাইটাস ফোরামের উদ্যোগে ও ব্যবস্থাপনায় উপস্থিত প্রতিটি কবিকেই দ্বিজেন্দ্রলাল রায় স্মারক সম্মান একটি শংসাপত্র এবং ফাইল ব্যাগ দিয়ে সম্মানিত করা হয়।

নিজস্ব চিত্র

উল্লেখযোগ্য কবিরা হলেন তারক দেবনাথ রবীন্দ্র কুমার হালদার দীপান্বিতা হক মধুমিতা ঘোষ চৈতন্য দাস শৈবাল চট্টোপাধ্যায় রমা দেবনাথ প্রবীর দেবনাথ ফারুক আহমদ সর্বমঙ্গলা দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় গৌতম ঘোষ দিনেশ হাজারী বিথীকা সেন, শচী দুলাল পাল মনীষা দে শিব শঙ্কর বকশি সমীর বেতাল সহ ষাটজন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।কবি সম্মেলন উপলক্ষে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের উপরে লেখা কবিতা নিয়ে লেখা হে- প্রিয়  নিয়ে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়।
ফোরামের সাংগঠনিক কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায় ও চন্দ্রা মন্ডল।
কবিদের লেখার উপর আরও গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করছেন উপস্থিত কবিরা।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি ও সাংবাদিক শ্যামল রায় ও প্রখ্যাত বাচিকশিল্পী পূরবী রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here