বীরভূমে লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ

0
98

পিয়ালী দাস, বীরভূমঃ

লকডাউন কেটে যাবার পরে রাজ্যজুড়ে দাবি উঠেছিল ট্রেন চালুর। অবশেষে রাজ্য সরকার এবং রেল দফতর বৈঠক করে সিদ্ধান্ত নেয় শিয়ালদহ এবং হাওড়া থেকে বিভিন্ন রুটে ট্রেন চালানো হবে। বিভিন্ন রুটে লোকাল ট্রেন চালু হয়ে গেছে। একই দাবিতে এবার সরব হয়েছে বিভিন্ন জেলার মানুষরা।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে বীরভূম জেলার লোকসভার দুই সাংসদ রেল ভবনে চিঠি পাঠিয়েছে বীরভূমের ট্রেন চালানোর দাবিতে। বীরভূমের বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে ডিওয়াইএফআই ও এসএফআই ট্রেন চালানোর দাবি তুলে।

passenjers | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার সাঁইথিয়া স্টেশনে নাগরিক মঞ্চ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় স্টেশন মাস্টারকে ট্রেন চালু করতে হবে এই দাবি তুলে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন বন্ধ থাকায় স্টেশন চত্বরে ব্যবসায়ী হকারদের অনাহারে দিন কাটাতে হচ্ছে।

আরও পড়ুনঃ সাফারি মালিক – চালকদের নিয়ে বৈঠক আলিপুরদুয়ার জেলা ট্র্যাফিক পুলিশের

পাশাপাশি জেলার চাকুরীজীবী মানুষরা যারা ট্রেনের ওপর ভরসা করে তাদেরকেও প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নাগরিক মঞ্চের পক্ষ থেকে ভাস্কর দাস জানিয়েছেন অবিলম্বে ট্রেন চালু না হলে ভবিষ্যতে তারা এই আন্দোলনকে আরও বৃহত্তর আন্দোলনে পরিণত করে রেল রোকো অভিযানে নামবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here