জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
শুক্রবার সালার রেল স্টেশনের নীচে লোকাল ট্রেন চালানোর দাবীতে দীর্ঘক্ষন ধরে পথসভা করে ডিওয়াইএফআই। সঙ্গে ডাউনে যাবার সময় তিস্তা তোর্ষাকে সালারে দাঁড় করানোর পাশাপাশি হাটে বাজারে ট্রেনকে সালারে স্টপেজ দেওয়ার দাবি উঠে এদিন।

উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ নুরুল হাসান, কমরেড আবু সালেক, কমরেড হাসিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর
সৈয়দ নুরুল হাসান জানান দ্রুত এই সমস্যা সমাধান না হলে রেলের উপর নির্ভর করে যেসব মানুষের জীবন জীবিকা যেমন হকার ও রিক্সা চালক তাদেরকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার কথা। দায়ী থাকবে রেল কর্তৃপক্ষ। তাদের দাবি মেনে নিয়ে স্টেশন মাস্টার ও সমস্ত স্টাফ সহমত পোষন করেন। এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের দাবী সনদ পাঠিয়ে দেবার কথাও বলেন স্টেশন মাস্টার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584