জন্মবার্ষিকী পালনের পূর্বে ক্ষুদিরাম মূর্তি সংস্কারের উদ্যোগী ডি ওয়াই এফ আই

0
472

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তি সংস্কারে এগিয়ে এলো ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।খড়্গপুর থেকে কংসাবতী নদীর উপর দেশপ্রাণ বীরেন্দ্র নাথ শাস্ত্র সেতু পেরিয়ে মেদিনীপুর শহরের ঢোকার মুখেই রয়েছে আমতলা বাসস্টপের সামনেই রয়েছে ক্ষুদিরাম পার্ক।আর এই পার্কেই রয়েছে অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর দন্ডায়মান পূর্নাবয়ব মূর্তি।

পূর্বাবস্থা।ফাইল চিত্র

বিগত শতকের নয়ের দশকের দ্বিতীয়ার্ধে ডিওয়াইএফআই এর অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে গড়ে ওঠে এই মূর্তি। ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন ও নদীর তীরে এই ক্ষুদিরাম পার্ক গড়ে তোলার ক্ষেত্রে মূল ভূমিকা নেন ডিওয়াইএফ আই এর তৎকালীন অবিভক্ত জেলা সম্পাদক তাপস সিনহা।গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে গোটা জেলাজুড়ে অর্থ সংগ্রহ করা হয়।মূর্তি নির্মাণের জন্য শিনান‍্যাশ হয় ১৯৯৬ সালে ক্ষুদিরাম বসুর জন্মদিন ৩রা ডিসেম্বরে।মূর্তিটি নির্মাণ করেন রবীন্দ্রভারতীর বিখ্যাত ভাস্কর সুধীর মাইতি।শিলান‍্যাসের প্রায় একবছর দুমাসের মাথায় ১৯৯৮ সালের ২৫ শে জানুয়ারি মূর্তির আবরণ উন্মোচন করেন নেতাজির সঙ্গী,আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসী রানী বাহিনীর ক‍্যাপটেন তথা স্বাধীনতা পরবর্তী ভারতে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রণী সেনানী লক্ষ্মী সেহগল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম ,দীপক সরকারসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সারা অবিভক্ত মেদিনীপুর জেলার বেশ কয়েক হাজার যুবর উপস্থিতিতে মূর্তিটির আবরণ উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।পরবর্তীকালে মেদিনীপুর জেলা পরিষদ ও পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের পার্ক এন্ড গার্ডেন বিভাগ রক্ষণাবেক্ষনের দায়িত্ব নেয়।প্রতিবছর শহীদের জন্মদিন ও আত্মবলিদান দিবসে ডিওয়াইএফআই সহ নানান সংগঠন শহীদকে শ্রদ্ধা নিবেদন করে থাকেন।বেশ কিছুদিন হলো মূর্তি বসানো স্তম্ভটি প্রাকৃতিক নিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছে।আর মূর্তি চকচকে ভাবটাও কালের নিয়মে কিছুটা ফ‍্যাকাসে হয়ে গিয়েছিল।এবার সেই মূর্তি সংস্কারে এগিয়ে এলো ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।

চলছে সংস্কার।নিজস্ব চিত্র

আগামী ৩রা ডিসেম্বর ক্ষুদিরামের জন্মদিনকে সামনে রেখে দ্রুত গতিতে সংস্কার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি এবারে ৩রা ডিসেম্বর আমতলা ক্ষুদিরাম পার্কেই রক্তদান শিবিরের আয়োজন করেছে ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।জেলা সম্পাদক সুমিত অধিকারী ও জেলা সভাপতি রণজিৎ পাল জানান,এই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিবেক বিকাশ মন্ডল এবং সংগঠনের আশা ক্ষুদিরাম বসুর ১৩০ তম জন্মদিনে এই রক্তদান শিবিরে একশোর বেশি রক্তদাতা রক্তদান করবেন।

আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সার্কাস দেখানোর উদ্যোগ প্রশাসনের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here