তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
অনেক হলো মেলা, খেলা এবার হোক স্কুল খোলা। স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ নিয়ে সব কিছু খোলা থাকলেও স্কুল খোলা যাবে না কেন? এমনি স্লোগান নিয়ে আজ ফরাক্কা বিডিও অফিসের সামনে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ডিওয়াইএফআই ও এসএফআইয়ের পক্ষ থেকে।
তাদের দাবি, সরকারি দপ্তর থেকে শুরু করে শপিং মল, বাজার, সিনেমা হল, পরিবহনব্যবস্থা সমস্ত ৫০% নিয়ে চলছে তাহলে শিক্ষা ব্যবস্থা অচল থাকবে কেন? স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ হওয়ায় শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভাবে নষ্ট হতে চলেছে। অবিলম্বে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করা হোক অনলাইন থেকে অফলাইনের মাধ্যমে। বলা হয় পঠন পাঠন স্কুলে শুরু না হলে রাস্তায় বসে পড়াশুনা করবো এমনই জানানো হয় এই সভা থেকে।
এদিন এই পথসভা ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ফরাক্কা লোকাল কমিটির সম্পাদক হিমাংশু সাহা, এসএফআই ফরাক্কা লোকাল কমিটির সম্পাদক রাহুল হালদার, ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য দেবাশীষ রায় সহ একাধিক কার্যকর্তা ও কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584