মনিরুল হক, কোচবিহারঃ
গরিব মানুষ ও কৃষকদের বিদ্যুৎ বিল মকুব সহ ৬ দফা দাবিতে মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি দিল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার করোনা মোকাবেলায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মাথাভাঙা দক্ষিণ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মাথাভাঙা মহাকুমার শাসক জিতিন যাদবের কাছে ৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
এদিন সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই দক্ষিণ আঞ্চলিক কমিটির সম্পাদক সুধাংশু প্রামানিক, দিনবন্ধু বর্মন, আজিজার মিয়া, অভিজিৎ সিনহা নিরানন্দ বর্মন প্রমূখ নেতারা।
আরও পড়ুনঃ সারাইয়ের দাবিতে রাস্তার উপর ধানের চারা পুঁতে বিক্ষোভ বিজেপির
জানা গেছে, সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর দাবিগুলোর মধ্যে বিশেষ করে করোনা মোকাবেলায় পরিযায়ী শ্রমিকদের স্থানীয় স্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো, যাদের জব কার্ড নেই তাদের জব কার্ডের ব্যবস্থা করা, সাপ্তাহিক মজুরি প্রদান করা সহ একাধিক দাবি রয়েছে। সমস্ত গরিব মানুষদের ডিজিটাল রেশন কার্ড না থাকলেও তাদের বিনামূল্যে রেশনের দেওয়ার দাবিও তোলা হয়।
এবিষয়ে ডিওয়াইএফআই নেতা সুধাংশু প্রামাণিক বলেন, ‘দাবিগুলো পূরণের জন্য মহকুমা শাসককে ডেপুটেশন দিলাম। মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন। সমস্যা সমাধান কী হয় দেখা যাক। তবে সাংগঠনিকভাবে লাগাতার বিভিন্ন দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584