শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের মাঝে একাধিক দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে থালা, গ্লাস নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই কর্মীরা।
মূলত ,অতি দ্রুত ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, স্বচ্ছ রেশন ব্যবস্থা ও সারা রাজ্যব্যাপী ৩ মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবি জানান ডিওয়াইএফআই কর্মীরা।
আরও পড়ুনঃ ৩ সংক্রমিত এলাকায় জোর নজরদারি পুলিশের
সকাল থেকেই কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বংশীহারী বিডিও অফিসের সামনে প্রশাসনের তরফে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়।
অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডিওয়াইএফআইয়ের তরফে বংশীহারীর বিডিও সুদেষ্ণা পালকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বংশীহারী লোকাল কমিটির অন্যতম সদস্য সাহিল কবির সহ অন্যান্য নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584